=*আমার এক ছিল স্বজন*=
আমার এক ছিল স্বজন,
প্রানেরই চেয়ে আপন
সে আমায় ভুলে গিয়েছে,
পর আমায় করেছে এখন..
আমার এক ছিল স্বজন।
চাঁদ কি চকর কে কভু ভুলে যায়...
ভ্রমরা নাচবে ফুলেরই জলসায়....
চাঁদ কি চকর কে কভু ভুলে যায়
ভ্রমরা নাচবে ফুলেরই জলসায়
দোষ কি হবে বোলো মন যদি ভালোবাসে
দেখে তাকে দু’নয়ন..
আমার এক ছিল স্বজন,
প্রানেরই চেয়ে আপন
সে আমায় ভুলে গিয়েছে,
পর আমায় করেছে এখন..
আমার এক ছিল স্বজন।
কাউকে মন দিলে তা কি ফিরানো যায়...
সাগরেই মিশবেই যদি যে মোহনায়....
কাউকে মন দিলে তা কি ফিরানো যায়
সাগরেই মিশবেই যদি যে মোহনায়
ক্ষতি কি হবে বোলো পথে দেখা হলে
বুকে যদি লাগে গো কাঁপন..
আমার এক ছিল স্বজন,
প্রানেরই চেয়ে আপন
সে আমায় ভুলে গিয়েছে,
পর আমায় করেছে এখন
আমার এক ছিল স্বজন,
প্রানেরই চেয়ে আপন
সে আমায় ভুলে গিয়েছে,
পর আমায় করেছে এখন
আমার এক ছিল স্বজন,
আমার এক ছিল স্বজন,
আমার এক ছিল স্বজন,
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support