=*কেহ কাটে ঝাড়ের বাঁশ*=
কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকায় দড়ি
চার জনাতে কান্ধে কইরা
চার জনাতে কান্ধে কইরা বলবে হরি হরি
আরে, রইলো রে তোর সাধের ঘরবাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
এই মুখে খাইসোরে মন ক্ষীর, দুধ, ননী
এই মুখে খাইসোরে মন ক্ষীর, দুধ, ননী
সেই না মুখে জ্বাইলা দিবে
সেই না মুখে জ্বাইলা দিবে জ্বলন্ত অগ্নি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
কত কষ্ট কইরা রে মন কইরাসো ঘর বাড়ি
কত কষ্ট কইরা রে মন কইরাসো ঘরবাড়ি
আগুনে পুড়িবে না মাথা
আগুনে পুড়িবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
মরলে ভাই কাঁদবে মাসেক দুই, বউ কাঁদবে দিন চারি
ভাই কাঁদবে মাসেক দুই, বউ কাঁদবে দিন চারি
মা জননী কান্দিয়া ফেরে
মা জননী কান্দিয়া ফেরে সারা জনম ধরি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
কেহ কাটে ঝাড়ের বাঁশ, কেহ পাকায় দড়ি
চার জনাতে কান্ধে করিয়া
চার জনাতে কান্ধে করিয়া বলবে, "হরি হরি"
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
রইলো রে তোর সাধের ঘরবাড়ি
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support