=*রুমালে মুছলে কি চোখ*=
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
যে নদী ভেঙেছে কুল
প্লাবনের জোয়ারে
তাকে কি আগলে রাখা যায়
তাকে কি আগলে রাখা যায়
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
কতো বার ভেবেছি তো
সে আমার কেউ নয়
তবু কেন বারে বারে
তার কথা মনে হয়
.........
কতো বার ভেবেছি তো
সে আমার কেউ নয়
তবু কেন বারে বারে
তার কথা মনে হয়
বিশ্বাস ভেঙেছে যে
যে আমার বইরি
উকি সে দেয় যে
শুধু মনের জানালয়........
উকি দেয় মনের জানালায়..
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
চাই তাকে ভুলতে যে
তবু কেন পারি না
সৃতি হয়ে মিসে থাকে
সে মধুর বেদনায়
........
চাই তাকে ভুলতে যে
তবু কেন পারি না
সৃতি হয়ে মিসে থাকে
সে মধুর বেদনায়
যে আমায় ভুলে গেছে
যে ফাঁকি দিয়েছে
এই মন বারে বারে
তাকেই শুধু চায়.......
মন যে তাকেই শুধু চায়
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
সাজিয়ে মুখের হাঁসি
সুখি বলি নিজেকে
তবু সেতো ছায়ার মতো
ঘিরে থাকে আমাকে
..........
সাজিয়ে মুখের হাঁসি
সুখি বলি নিজেকে
তবু সেতো ছায়ার মতো
ঘিরে থাকে আমাকে
সব কিছু কেড়েছে যে
ভিখারি করেছে যে
সে ডাকে আমায় যে
ওই রঙ্গিন ইসারায়
ডাকে যে রঙ্গিন ইসারায়
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
যে নদী ভেঙেছে কুল
প্লাবনের জোয়ারে
তাকে কি আগলে রাখা যায়
তাকে কি আগলে রাখা যায়
রুমালে মুছলে কি চোখ
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
দুঃখ ভোলা জায়
কি গো কান্না ঢাকা যায়
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support