=*বেহুলা বাংলা আমার*=
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
দুঃখে পরাণ যায় গো ফেটে
পায়যে ভীষণ কান্না গো...
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
কোথায় তোমার হাতের শাঁখা
সিথির সিঁদুর কোই
কাজল কালো চোখ দুখানি
লাজ রাঙা মুখ দেখি কই
আহা সতির দেশের সিতা তুমি
লক্ষ্মীন্দরের বেহুলা.......
সতির দেশের সিতা তুমি
লক্ষ্মীন্দরের বেহুলা
সে কথা কি মনে পড়ে না..
সে কথা কি মনে পড়ে না
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
কোথায় তোমার শাড়ির আঁচল
ঘোমটা খানি কই
আলতা রাঙা চরণ দুটি
হাতে কাঁচের চুড়ি কই
আহা সাঁঝের বেলা কলশি কাখে
গ্রাম্য বধূর শোভা গো
সাঁঝের বেলা কলশি কাখে
গ্রাম্য বধূর শোভা গো
সে কথা কি মনে পড়ে না..
সে কথা কি মনে পড়ে না
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
দুঃখে পরাণ যায় গো ফেটে
পায়যে ভীষণ কান্না গো...
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
বেহুলা বাংলা আমার
সতির দেশের কন্যা গো
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support