=*কলিতে কৃষ্ণনাম*=
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
কলিতে কৃষ্ণনাম জীবেরই পরিত্রাণ
কলিতে কৃষ্ণনাম জীবেরই পরিত্রাণ
গোলোকে যাবি অনায়াসে.... মন আমার
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
ত্রেতায় রাম নামে অহল্লার
পাষাণ হলো উদ্ধার
শিলা ভাসিল সাগরেতে
গোহক চন্ডাল অশুচি কাঙাল
বুকে ধরিল রাম তারে
কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে
কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে
অনায়াসে যাবে ভবপাড়ে..... মন আমার
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
কৃষ্ণনামের গুণে পোড়েনি আগুনে
ডুবে নি প্রহ্লাদ জলে
হংসধ্বজ পুত্র, শুধন্নর কাটা মুণ্ড
কৃষ্ণ কৃষ্ণ বলে
অধম দয়াময় বলে কৃষ্ণ নামেতে
দয়াময় বলে কৃষ্ণ নামেতে
ভব যন্ত্রণা রবে না রে.... মন আমার
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
কলিতে কৃষ্ণনাম জীবেরই পরিত্রাণ
কলিতে কৃষ্ণনাম জীবেরই পরিত্রাণ
গোলোকে যাবি অনায়াসে... মন আমার
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম
শান্তি পাবি রে মন অন্তরে
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support