=*এই জগতে মরন ভালা পিরিত ভালা না*=
ও আমি কাঁচা পিরিত করবো না
ভোলা মন লকল পিরিত করবো না
এই জগতে মরন ভালা
পিরিত ভালা না
..................
তোমরা আসল নকল দ্যাখো না
সঠিক ভুল বাছোনা
এই জগতে মরন ভালা
পিরিত ভালা না
আমি কাঁচা পিরিত করবো না
ভোলামন লকল পিরিত করবো না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
ওই পাড়ার এক কালো সোনা
পিরিত কইরা ছিলো
পিরিত কইরা অন্তরেতে
জালা যে নিলো
ভোলা মন জালা যে নিলো
এই ভাব জার হ্রিদ কমলে (২)
ভোলা মন জার তার ভাগ্যে জোটে না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
ছিল এক ব্রাম্ভনের ছেলে
লোকে চণ্ডিদাস বলে
ধোপার প্রেমে পড়েছিল যমুনার কূলে
ওই হাঁড়ির ভেতর সেদ্ধ হয়ে
শুদ্ধ হতে পারবো না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
এ জগতে পিরিতি ভাই
দুই দিনের তরে
একে ধরে তাকে ছাড়ে যে যেমন পারে
তাই পাগল দেবু ভেবে বলে
এমন পিরিত করো না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
আমি কাঁচা পিরিত করবো না
ভোলা মন লকল পিরিত করবো না
এই জগতে মরন ভালা
পিরিত ভালা না
এই জগতে মরন ভালো
পিরিত ভালো না
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support