=*মায়ের এক ফোটা দুধের ঋণ*=
মায়ের এক ফোটা দুধের ঋণ
শোধ হবেনা কোনদিন
জন্ম-জন্মান্তরে করিলে সাদনা
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হয় আমার মা
দয়াবতী দরদিনি মা
পিতা আনন্দেতে মাতিয়া
সাগরে দেয় ফেলিয়া
চলে গেল বিদিয়া ফিরে এল না
আমায় ধরিয়া জঠরে
কত কষ্ট করে
ধরিয়া জঠরে কত কষ্ট করে
দশ মাস দশ দিন সে মা
পেল যে যন্ত্রনা
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হয় আমার মা
দয়াবতী দরদিনি মা
সন্তান ভূমিষ্ঠ হলে পরে
মানায় তারে কোলে তুলে
কষ্টের কথা মায়ের আর
মনে থাকে না
আবার একটি সন্তানের দায়
কত মায়ের প্রাণ যে হারায়
একটি সন্তানের দায়
কত মা যে প্রাণ হারায়
সেই মাকে তোমরা কেউ
সেবা করলে না
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হয় আমার মা
দয়াবতী দরদিনি মা
আমার মায়ের কথা বলবো কত
যদি বলি বছর শত
তবুনা ফুরায় আমার
মায়ের বর্ণনা
আমার মা যে জগতের সেরা
মায়ের নিন্দা করেন যারা
মা যে জগতের সেরা
মায়ের নিন্দা করেন যারা
মানুষ বলে সে জনারে
কেউ তো মানে না
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হয় আমার মা
দয়াবতী দরদিনি মা
মায়ের এক ফোটা দুধের ঋণ
শোধ হবেনা কোনদিন
এক ফোটা দুধের ঋণ
শোধ হবেনা কোনদিন
জন্ম-জন্মান্তরে করিলে সাদনা
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হয় আমার মা
দয়াবতী দরদিনি মা
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support