তোরা ধনের গরব করিস নালো
ওই ধন চিরদিন থাকেবে না
তোরা ধনের গরব করিস নালো
ওই ধন চিরদিন থাকেবে না
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
যে ধনের তরে তুমি এলে ধরা ধামে
কথা দিয়ে ভুলে গেলে
তুমি মজলে মায়ার জালে..২
সেই ধন কে ভুলে গিয়ে
করো নকল ধনে বাসনা
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
যে ধনের গরব তুমি করছ দুনিয়ায়
সেই ধন ফুরায়ে গেলে
তোমায় ভুলবে গো সবাই....২
ভেবে দ্যাখোমন আসল কি ধন
কর সেই ধনেরই সাধনা
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
পাগল দেবু ভেবে কয় কৃষ্ণ জগত ময়
কৃষ্ণ ধন জেন আমার আপন হয়ে রয়
মিছে মায়ার এই দুনিয়ায়
মন জেন আর মজে না
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
যে ধনের ধনি তুমি
সেই ধনকে চিনলে না
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support