ও তোর......... মাটির দেহ..........
মাটি হবে..........
পুড়ে হবে ছাই..........
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
..........
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে
রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে
...........
খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে
রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে
রক্ত শুধু পোকায় ভরা
রক্ত শুধু পোকায় ভরা
কুরে কুরে খাবে তাই
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
শ্মশান হবে শেষ বিছানা রবো ঘুমায়ে
খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে
শ্মশান হবে শেষ বিছানা রবো ঘুমায়ে
খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে
............
প্রাণ পাখি পালালে দেহ
আর দেবেনা সাঁড়া
রাতে মরলে সকাল হলে
বলবে বাসি মড়া
.............
প্রাণ পাখি পালালে দেহ
আর দেবেনা সাঁড়া
রাতে মরলে সকাল হলে
বলবে বাসি মড়া
আপন স্বজন বলবে সবাই
আপন স্বজন বলবে সবাই
ও মড়া ছুঁতে নাই
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
মাটির দেহ মাটি হবে...........
পুড়ে হবে ছাই.......
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
এ দেহ পঁচা দেহ গরব কিসের ভাই
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support