আর কতোকাল কান্দাবি রে দয়াল
আর কতোকাল কান্দাবি রে
গেলো না আমার দুঃখেরি কপাল
ও দয়াল গেলোনা আমার দুঃখেরি কপাল
আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে দয়াল
আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে...
চাল ছাইতে পারলাম না আমি
চাল ছাইতে পারলাম না আমি
উড়াইয়া নিলো ঘরের চাল
দয়াল উড়াইয়া নিলো ঘরের চাল
গেলো না আমার দুঃখেরি কপাল
ও দয়াল গেলোনা আমার দুঃখেরি কপাল
আসা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে দয়াল
আসা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে..
জল দিতে পারলাম না আমি
জল দিতে পারলাম না আমি
শুকাইয়া গেলো গাছের ডাল
দয়াল শুকাইয়া গেলো গাছের ডাল
গেলো না আমার দুঃখেরি কপাল
ও দয়াল গেলোনা আমার দুঃখেরি কপাল
হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চোষেরে দয়াল
হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চোষে...
পরের জমি চোষতে চোষতে
পরের জমি চোষতে চোষতে
নিজের জমি হয় বেহাল
দয়াল নিজের জমি হয় বেহাল
গেলো না আমার দুঃখেরি কপাল
ও দয়াল গেলোনা আমার দুঃখেরি কপাল
আর কতোকাল কান্দাবি রে দয়াল
আর কতোকাল কান্দাবি রে
গেলো না আমার দুঃখেরি কপাল
ও দয়াল গেলোনা আমার দুঃখেরি কপাল
ও দয়াল গেলোনা আমার দুঃখেরি কপাল
=*সমাপ্ত*=
0 comments:
Post a Comment
Thanks For Your Support